২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আল কায়েদার প্রতিষ্ঠাতা নিহত ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন এক বিমান হামলায় মারা গেছেন। গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

তবে হামজা কবে, কোথায় নিহত হয়েছেন তা পরিষ্কার হয়নি। এ ব্যাপারে পেন্টাগনও কোনো মন্তব্য করেনি।

হামজার বয়স প্রায় ৩০ বছর বলে ধারণা করা হয়। অডিও ও ভিডিও বার্তায় হামজা যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোতে হামলার ডাক দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে তাকে ধরিয়ে দিতে পারলে মার্কিন সরকারের পক্ষ থেকে ১০ লাখ মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।

এনবিসি  নিউজ, নিউ ইয়র্ক টাইমস  ও সিএনএনসহ প্রায় অধিকাংশ মার্কিন সংবাদমাধ্যমে অজ্ঞাতনামা গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে হামজার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আল-কায়েদার পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত দু বছর ধরে চালানো সামরিক অভিযানের কোনো একটিতে নিহত হয়েছেন হামজা। এই হামলায় মার্কিন সরকার জড়িত। তবে সুনির্দিষ্ট তারিখ ও সময় স্পষ্ট করে জানানো হয়নি।

বুধবার সাংবাদিকরা প্রশ্ন করলেও এ বিষয়ে মন্তব্য করতে অসম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও এ বিষয়ে কোনো কথা বলেননি।

সর্বশেষ ২০১৮ সালে হামজার বিবৃতি প্রচার করা হয়। ওই বিবৃতিতে সে আরব উপদ্বীপের বাসিন্দাদের বিদ্রোহের আহ্বান জানিয়েছিল। মার্চে সৌদি আরব তার নাগরিকত্ব বাতিল করে। ধারণা করা হয়, হামজা ইরানে গৃহবন্দী ছিলেন। কিন্তু অন্যান্য অনেক সূত্র মতে, আফগানিস্তান, পাকিস্তান ও সিরিয়াতেও তার বসবাসের খবর পাওয়া গেছে।

প্রকাশ :আগস্ট ১, ২০১৯ ৩:৩৪ অপরাহ্ণ