১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

টাইগার অধিনায়ক উইলিয়ামসনকে নিয়ে চিন্তিত নন

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে, ছেড়ে কথা বলতে রাজি নন ব্ল্যাক ক্যাপরা। বিশেষ করে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। চলতি আসরে দারুণ ছন্দে আছেন তিনি। তবে টাইগার অধিনায়ক মোটেই চিন্তিত নন উইলিয়ামসনকে নিয়ে।

ব্ল্যাক ক্যাপ অধিনায়ককে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, তাকে আটকানোর জন্য বোলারদের অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা আছে। দলের কোচিং স্টাফের সঙ্গে বোলাররা এই ব্যাপারে কথাও বলেছে। উইলিয়ামসন দারুণ ছন্দে আছে। তবে আমরা শুধু উইলিয়ামসনকে নিয়ে ভাবছি না। তাদের গাপটিলের মতো ব্যাটসম্যান আছে, যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কাজেই নিউজিল্যান্ড দলের সব ব্যাটসম্যানদের নিয়েই আমাদের পরিকল্পনা সাজাতে হবে।   উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯৭ বলে ১০০ রান করেন ব্ল্যাক ক্যাপ অধিনায়ক। পরের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৯, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ