স্পোর্টস ডেস্ক:
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ মুখোমুখি হবেন ব্রাজিল-আর্জেন্টিনা।আর এই লড়াই দেখার জন্য অপেক্ষা করে আছেন ফুটবলপ্রেমীরা।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৫ মিনিটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দল। প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টিনার জন্য বাড়তি গুরুত্ব পাচ্ছে এই ম্যাচ। আজ যে দক্ষিণ আমেরিকার এই সুপারক্ল্যাসিকো দিয়ে শুরু হচ্ছে সাম্পাওলি-যুগ। অনেক কাঠখড় পুড়িয়ে কোচ বানানো হোর্হে সাম্পাওলি আজ থাকবেন আর্জেন্টিনার ডাগআউটে।
তাই এই ম্যাচ দিয়ে শুরু হবে সাম্পাওলি-মেসি যুগ। মেসির কোচ হওয়ার ইচ্ছার কথা অনেকবারই বলেছেন চিলি ও সেভিয়াকে কোচিং করিয়ে আলোচিত এই কোচ। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হচ্ছে। মেসি এই ম্যাচের অধিনায়ক হিসেবে থাকছেন। তবে এই ম্যাচে খেলবেন না নেইমার। বার্সেলোনা ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আর এ ম্যাচের আরেকটি বিশেষ্যত্ব হল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ ম্যাচটি খেলা হবে। যেটি আসলে ক্রিকেট মাঠ হিসেবে দুনিয়াখ্যাত। ব্রজিল-আর্জেন্টিনা ম্যাচ উপলক্ষে ইতোমধ্যেই গোটা এমসিজির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ