২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪১

আজ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

যারা জিতবে তারা টিকে থাকবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। আর যারা হারবে তাদের ফিরতে হবে বাড়ি। এমন সমীকরণে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।  আর কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে। একাদশে ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে, তিনি কার জায়গায় ফিরছেন সেটা এখনও নিশ্চিত নয়। টানা দুই ম্যাচ সুযোগ পেয়েও ব্যর্থ ইমরুল কায়েসের জায়গাতেই সৈকতের ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার এমনও হতে পারে ইমরুলকে ওপেনিংয়ে পাঠিয়ে বাদ দেওয়া হবে সৌম্য সরকারকে।

সেটা হলে তিন নম্বর খেলবেন সাব্বির রহমান রুম্মান কিংবা সৈকত নিজেই। আবার সাব্বিরকে বাদ দিয়েও খেলানো হতে পারে সৈকতকে। বোলিং লাইন আপে পরিবর্তন আসার সম্ভাবনা খুব কম। এর অর্থ হল এবারো মাঠে নামা হচ্ছে না তাসকিন আহমেদের।বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস/ মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৯, ২০১৭ ১২:১০ অপরাহ্ণ