শুটিং শুরুর প্রথম দিন নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছিলেন, অভিনয়শিল্পীর তালিকায় আরও কিছু চমক রয়েছে। পরিচালকের সেই কথা মতো প্রথম চমক হিসেবে সামনে এসেছে পাঁচবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চম্পার নাম। যদিও এক সময়ের জনপ্রিয় এ চিত্রনায়িকা অভিনয় করছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার পরিবর্তে।
শুটিং শুরুরও আগে থেকে ছবিতে নায়িকা পরীমনির মায়ের চরিত্রে সুবর্ণা মুস্তাফার নাম শোনা যাচ্ছিল। তবে কেন তিনি ছবি ছাড়লেন? এ সম্পর্কে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘সুবর্ণা আপার সঙ্গে শুটিংয়ের শিডিউল না মেলার কারণে আমরা তাকে পাচ্ছি না। তবে তার দোয়া সবসময় আমাদের সঙ্গে আছে। আশা করি, ভবিষ্যতে আমরা একসঙ্গে আর কাজ করবো।’
এদিকে ‘বিশ্বসুন্দরী’ প্রজেক্টের সঙ্গে কাজ করতে পেরে খুশি চিত্রনায়িকা চম্পা। গত ১৬ জুলাই থেকে নরসিংদীতে তিনি শুটিংয়ে যোগ দিয়েছেন। অনুভূতি জানিয়ে বলেন, ‘এ ছবির গল্প ও আমার চরিত্র সম্পর্কে জেনেই কাজ করতে রাজি হয়েছি। আমাদের বয়সী অভিনয়শিল্পীদের প্রাধান্য দিয়ে এখন খুব একটা চলচ্চিত্র নির্মিত হয় না। তবে ‘বিশ্বসুন্দরী’-তে দর্শক আমাকে যে চরিত্রে দেখবেন, তা আগে আমার কাছ থেকে পাননি।’
ছবির নায়ক-নায়িকা প্রসঙ্গে চম্পা বলেন, ‘সিয়াম ও পরীমনির সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। পরীমনির সঙ্গে নাটক করতে গিয়ে বুঝেছিলাম, চলচ্চিত্রের নায়িকা হওয়ার সব গুণ ওর আছে। তখন আমি বেশ কয়েকজন প্রযোজককে পরীমনির কথা বলেছিলাম। আর সম্প্রতি ‘শান’ নামে একটি ছবিতে কাজ করতে গিয়ে সিয়ামকে চিনেছি, জেনেছি। অসম্ভব প্রতিশ্রুতিশীল একটি ছেলে। ভালো অভিনয়ও করে।’
‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে এ ছবির ঘোষণা দেন পরিচালক চয়নিকা চৌধুরী। বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে ছবিটির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করছি। আশা করি, দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি ছবি উপহার দিতে পারব।’