দেশজনতা অনলাইন : রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে প্রিয়া সাহার বিরুদ্ধে দু’টি মামলা করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। রবিবার (২১ জুলাই) দুপুরের পর ঢাকা মহানগর হাকিমের আদালত আবেদন দু’টি খারিজের আদেশ দেন।একটি মামলার আবেদন করেছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি সকালে আদালতে আবেদনটি করলে বিচারক জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান।
বাদীর আইনজীবী আবু বকর সিদ্দিক জানান, ‘আদালত আবেদন খারিজের আদেশ দিয়ে বলেছেন, আইনগত বাধা থাকায় তা খারিজ করা হলো।’
এদিকে, আবু সুফিয়ান নোমানের আদালতে আরেকটি মামলা করার আবেদন করেন ঢাকা কার্যকারী পরিষদের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল। আদালত এ আবেদনটিও খারিজ করে দেন।
ব্যারিস্টার সায়েদুল হক সুমনের আইনজীবী অ্যাডভোকেট শাওন আহমেদ, জুয়েল শিকদারসহ আরও অনেকে শুনানি করেন।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করে প্রিয়া সাহা বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে ও দেশে থাকতে পারছে না।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

