আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ায় কারাগার থেকে প্রায় ২০০ বন্দী পালানোর ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের সময় পেকানবারু শহরের সিয়ালাং বাংকুক কারাগারে এ ঘটনা ঘটেছে।
বিবিসি জানিয়েছে, ৩০০ বন্দীকে রাখতে সক্ষম কারাগারটিতে প্রায় ১ হাজার ৯০০ বন্দী রাখা হতো। আর এই বন্দীদের জন্য কারারক্ষী ছিল মাত্র ছয়জন।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, জুমার নামাজের সময় কারাগারের প্রবেশ পথ দিয়েই বন্দীরা বের হয়ে যাচ্ছে। তবে কেউ তাদের পিছু ধাওয়া করেনি।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা ফার্দিনান্দ সিয়াজিয়ান জানিয়েছেন, দুই তৃতীয়াংশ বন্দীকে আটক করা হয়েছে।
তিনি জানান, কারারক্ষীরা নির্যাতন চালাতো বলে বন্দীরা অভিযোগ করেছে। কারাগারে শতাধিক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পলাতক বন্দীদের আটক করতে শহরের বিভিন্ন রাস্তায় তল্লাশি চৌকি বসানো হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

