১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

বজ্রপাতে স্কুল ছাত্রসহ চার যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

সাভারে বজ্রপাতে পৃথক স্থানে দুই স্কুল ছাত্রসহ চারজন নিহত হয়েছে। আজ দুপুরে সাভারের হেমায়েতপুর ও পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, হেমায়েতপুর এলাকার স্কুল ছাত্র নাহিদ (১৬), শাহপরান (১৮) ও নামা গেন্ডা এলাকার আসাদুল (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই হেমায়েতপুর এলাকার ইসমাইল মিয়ার দোতলা বাড়ির ছাদে গোসল করছিলেন দুই স্কুল ছাত্রসহ চার যুবক। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে থাকা চার যুবক গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ষোষণা করেন। আহত অপর যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, সাভারের নামা গেন্ড এলাকায় আসাদুল নামের অপর এক যুবক বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৮, ২০১৭ ৯:২১ অপরাহ্ণ