২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৯

জনগণ ক্ষমতাসীনদের আকাঙ্ক্ষা পূরণ হতে দেবে না: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জনগণ ক্ষমতাসীনদের কখনোই পূরণ হতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন।

জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আব্দুল গফুর রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, হত্যা-গুম-অপহরণ-মিথ্যা মামলায় গ্রেফতার এবং দমন-পীড়ণ চালিয়ে বিএনপিসহ বিরোধীদল নিশ্চিহ্ন করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এদেশের স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে  দেবে না।

মির্জা ফখরুল বলেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি এম এ আব্দুল গফুরের মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা। তার জামিনে বাতিল করে কারাগারে পাঠানো  দেশব্যাপী বিএনপি  নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার, কারান্তরীণ ও নির্যাতনেরই ধারাবাহিকতা।

তিনি বলেন, মিথ্যা মামলায় বুধবার এম এম আব্দুল গফুরের জামিন বাতিল করে কারাগারে  প্রেরণ বর্তমান সরকারের হিংসাশ্রয়ী রাজনীতির আরেকটি জঘন্য বহিঃপ্রকাশ।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৮, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ