২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৩

ফেসবুকে মহানবীকে কটূক্তি, জাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা পল্লব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে মানিকগঞ্জ জেলার শিবালয়ে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেফতার হয়েছে বলে শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।

গ্রেফতারকৃত পল্লব আহমেদ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৪০তম ব্যাচের এবং মওলানা ভাসানী হলে আবাসিক শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গত ২৪ মে সকাল সাড়ে ৯টার দিকে পল্লব আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে  রাসূলকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তার বিচার দাবি করেন।

পরবর্তীতে ওই স্ট্যাটাস প্রত্যাহার করে নিয়ে সবার কাছে ক্ষমা চান পল্লব।  কিন্তু ওই স্টাটাস প্রত্যাহার করে নিলেও আবার ফেসবুকে একাধিক ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেন তিনি।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৮, ২০১৭ ৯:১১ অপরাহ্ণ