১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫১

ইরানের সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত রাশিয়া

অনলাইন ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন আইএস। তারই জের ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে পাঠানো এক বার্তায় এই সন্ত্রাসী হামলায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ক্রেমলিন প্রেস সার্ভিস এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রুশ নেতা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলার ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ’ বিবৃতিতে আরো বলা হয়, ‘পুতিন এই হামলায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। ’ জানিয়েছে বার্তা সংস্থা- তাস।

পুতিন ‘ইরানের সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করতে রাশিয়ার প্রস্তুত থাকার বিষয়টি নিশ্চিত করেন।’

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৮, ২০১৭ ৯:২৫ অপরাহ্ণ