১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ সংসদীয় কমিটির

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি আব্দুস শহীদ  বলেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ করতে বলেছি।’

বৈঠক কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান ও ওয়াসিকা আয়শা খান অংশ নেন।

বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের কাজের গতি ও গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া অর্থের স্বচ্ছতার জন্য অভ্যন্তরীণ অডিট ব্যবস্থা চালু করতে সুপারিশ করে কমিটি।

এ বিষয়ে কমিটির সভাপতি আব্দুস শহীদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের চলমান বেশকিছু প্রকল্প নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে বেশকিছু প্রকল্পে কমিটির কাছে ধীর গতি পরিলক্ষিত হয়েছে। যে কারণে কমিটি এসব প্রকল্পের গতি বাড়াতে বলেছে। পাশাপাশি সরকারি অর্থের যেন অপচয় না হয়, যার জন্য যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।’

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণ কাজের গুণগত মান বাড়াতে এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীন জেলা ও উপজেলা পর্যায়ে জনবল বাড়াতে কমিটি সুপারিশ করে বলে সংবাদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রকাশ :জুলাই ৩, ২০১৯ ৬:৫৭ অপরাহ্ণ