১৬ই জানুয়ারি, ২০২৬ ইং | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৫

সৌদির কাছে গোয়েন্দা প্রযুক্তি বিক্রিতে জাতিসংঘের বারণ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজপরিবারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির কাছে কোনো গোয়েন্দা প্রযুক্তি বিক্রি করতে নিষেধ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয় তদারকির কাজে নিয়োজিত বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড মঙ্গলবার ওই আহ্বান জানান। খবর আনাদোলুর।

জাতিসংঘের পক্ষ থেকে তিনি খাশোগি হত্যার বিষয়টি তদন্ত করছেন। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে গিয়ে গুপ্তহত্যার শিকার হন।

এ ঘটনার পর থেকে সৌদি আরব নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে, যা নিয়ে সবার মনে সন্দেহের সৃষ্টি হয়। এখন পর্যন্ত তার মরদেহেরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের অভিযোগ, ইস্তানবুলে আসা সৌদির ১৫ সদস্যের একটি দল খাশোগি হত্যাকাণ্ডের জন্য দায়ী। কাজেই অপরাধীদের অন্যত্র খুঁজে লাভ হবে না।

খুনিদের বিচার তুরস্কেই হওয়া উচিত বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এদিকে সৌদি আরবের কাছে মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রির প্রতি গুরুত্বারোপ করার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমার বন্ধু, যিনি সৌদি আরবের অর্থনীতি ও সামাজিক সংস্কারের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

রিয়াদের কাছে ট্রাম্প প্রতিরক্ষাসামগ্রী বিক্রয়ের পরিকল্পনা করলে কংগ্রেস তাতে বাধা তৈরি করেছে। সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কংগ্রেসের ডেমোক্র্যাটিক ও কিছু রিপাবলিকান সদস্য নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন।

বিশেষ করে গত বছরের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনার রেশ রিয়াদের জন্য এ জটিলতা তৈরি করেছে।

প্রকাশ :জুলাই ৩, ২০১৯ ২:৪৭ অপরাহ্ণ