১২ বছর পর ব্রাজিল কোপার ফাইনালে উঠল। এর আগে সর্বশেষ ২০০৭ সালে তারা ফাইনাল খেলেছিল। সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে চিলি অথবা পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় এই দুই দল মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত দুইটায়।
ম্যাচে বল দখলের লড়াইয়ে উভয় দলই ছিল সমানে সমান। দুই দলই ৫০ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে। আর্জেন্টিনা হলুদ কার্ড দেখে ৫টি। ব্রাজিল হলুদ কার্ড দেখে ২টি।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। ১৯তম মিনিটে রবার্তো ফিরমিনোর পাস থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান জেসুস। ৩০তম মিনিটে আর্জেন্টিনা ম্যাচে সমতা আনতে পারতো। বক্সের মধ্যে ক্রস দিয়েছিলেন মেসি। দারুণভাবে হেড করেছিলেন আগুয়েরো। কিন্তু বল ক্রসবারে লেগে ফিরে আসে। সাথে সাথে বলটি ক্লিয়ার করে দেয় ব্রাজিল।
বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতো ব্রাজিল। কিন্তু কুতিনহোর শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়। ৫৭তম মিনিটে আবার হতাশ হয় আর্জেন্টিনা। মেসির শটটি সাইডবারে লেগে ফিরে আসে। ৭১তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। গোলটি করেন রবার্তো ফিরমিনো। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
কোয়ার্টার ফাইনাল পর্বে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। আর প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছিল ব্রাজিল।