১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

আশুলিয়ায় ভবনধসে শিশু নিহত, আহত ৪

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি  : সাভারের আশুলিয়ায় গ্যাসলাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে ভবনধসে এক শিশু নিহত হয়েছে। তার নাম তাহসিন হাসান (দেড় বছর)।

বুধবার ভোর ৬টায় আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া দোকাঠি এলাকার আকবর হোসেনের মালিকানাধীন একতলা ভবনে রান্নাঘরে গ্যাসলাইন লিকেজ হয়ে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- মৌসুমী (২২), তার মেয়ে মীম (৭), আবুল কালাম ও দীপু। তাদের মধ্যে মৌসুমীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশু তাহসিন হাসান মাগুরার মোহাম্মদপুর এলাকার নাজমুল হাসানের ছেলে।

এ ব্যাপারে প্রতিবেশী রোজিনা বেগম জানান, সকালে রান্না করতে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ পান। এ গিয়ে দেখতে পান, মৌসুমীর পরিহিত কাপড়ে আগুন জ্বলছে। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন।

এ সময় বিল্ডিংয়ের দেয়ালধসে পড়ে। ঘটনায় বিল্ডিংয়ের অভ্যন্তরে আটকা পড়েন অন্যরা। পরে এলাকাবাসী তিনজনকে উদ্ধার করেন। ঘটনায় দমকল বাহিনী ও এলাকাবাসী তাহসিন নামে দেড় বছরের এক শিশুর দগ্ধ লাশ উদ্ধার করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস লিকেজ হয়ে কক্ষগুলোতে জ্যাম হয়েছিল। সকালে রান্নার জন্য মৌসুমি চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। এ সময় বিস্ফোরণের ঘটনায় ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, গ্যাসলাইনের বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক বলেন, ধারণা করা হচ্ছে- ‘গ্যাসলাইনের চুলার চাবি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং দুর্বল অবকাঠামোর কারণে বিল্ডিংটি ধসে পড়েছে। তবে ঘটনা তদন্তে বিশেষজ্ঞ প্রকৌশলী দল আসছে।

প্রকাশ :জুলাই ৩, ২০১৯ ৩:১৪ অপরাহ্ণ