১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পাবেন কার্যভার ভাতা

দেশজনতা অনলাইন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকরা এখন থেকে কার্যভার ভাতা পাবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জাহানারা রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার আদেশটি জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, যেসব সহকারী শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিভিন্ন প্রজ্ঞাপনে উচ্চতর পদে বা প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা কার্যভার ভাতা পাবেন।

আদেশে আরো বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি জারি করা একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘একজন কর্মচারীকে নিজ পদের থেকে উচ্চ পদে চলতি দায়িত্ব প্রদান করা হলে তিনি কার্যভার ভাতা পাবেন’। এর পরিপ্রেক্ষিতে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকদের কার্যভার ভাতা প্রদানের আদেশ জারি করা হয়েছে।

প্রকাশ :জুন ২৬, ২০১৯ ৩:০২ অপরাহ্ণ