২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪১

আল্লামা শফীকে দেখতে যাচ্ছেন মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে দেখতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর দুটার দিকে তিনি পুরনো ঢাকার আজগর আলী হাসপাতালে যাবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

অসুস্থ হওয়ার পর গত মঙ্গলবার আল্লামা শফীকে চট্টগ্রাম থেকে ঢাকায় এনে এই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে আট সদস্যের মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছেন।

বুধবার মেডিকেল টিম জানায়, হেফাজত আমির শারীরিকভাবে দ্রুত স্বাভাবিক অবস্থায় দিকে যাচ্ছেন। তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে আমরা জোর আশাবাদী। বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার কোনো রোগ নেই বলেও দাবি করেছেন এই মেডিকেল টিম।

বিশেষজ্ঞ প্রফেসর ডা. জাবরুল এসএম হকের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের ৮ সদস্যের মেডিকেল বোর্ডের অপর সদস্যরা হলেন অভ্যন্তরীণ মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. এআরএম নূরুজ্জামান, নেফ্রোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরুল ইসলাম, কিডনিরোগ বিশেষজ্ঞ ডা. এমএ জুলকিফল, আভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ ডা. সরোয়ার-ই-আলম, হৃদরোগ (ইন্টারভেনশনাল) বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ মিজানুর রহমনা, শ্বাসরোগ মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিফ মোজতবা মাহমুদ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল হুদা বিপ্লব।

এরআগে শারীরিক দুর্বলতা অনুভব করায় গত ১৮ মে আল্লামা শফীকে চট্টগ্রাম মহানগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার রক্তচাপ বারবার কমে যাওয়ায় এবং ফুসফুসে পানি দেখা যাওয়ায় ২১ মে থেকে আইসিইউতে রাখা হয়। এরপর মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য আল্লামা শফীকে ঢাকায় স্থানান্তর করা হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১:২৬ অপরাহ্ণ