১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

শহীদ জিয়া স্মরণে জার্মান বিএনপির আলোচনা সভা

দৈনিক দেশ জনতা: প্রবাস ডেস্ক

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মান শাখা এক আলোচনা সভা,  দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। জার্মান বিএনপি’র সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজা’র উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সর্বজনাব মোজাম্মেল হক. মঞ্জুর আলম, ফারুক আলম, সেলিম ব্যাপারী, চঞ্চল, জুয়েল খান, শাখওয়াত হোসেন সোহাগ, কাউসার শামীম,  দেলোয়ার হোসেন ঝন্টু, সেলিম রেজা, ইমাদুল ইসলাম, মঞ্জুর সরকার, নিয়াজ হাবিব, হেদায়েতুনবী রুমেল, আসিফ ইকবাল ভূইয়া, নিজাম উদ্দিন প্রমূখ।
বক্তাগণ বলেন,  শহীদ জিয়া একজন ব্যক্তি নয়, একটি আদর্শ, একটি ইতিহাস। একজন খাঁটি দেশপ্রেমিকের উদাহরণ। যিনি মাত্র ৩৬ বছর বয়সে  বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দিয়ে ইতহাস রচনা করেছেন। তার দেশপ্রেম, সাহসিকতা ও বুদ্বিমত্তা তাকে এক অনন্য সাধারণ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। । তিনি  শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করে সবাই মিলে একটি উন্নত জাতি ও স্বনির্ভর বাংলাদেশ গডার জন্য কাজ করে  গেছেন।
বক্তারা বলেন, শহীদ জিয়া কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই  শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে কথা বলেন নি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, আওয়ামী লীগ বার বার শহীদ জিয়া’কে বিতর্কিত করার এক হীন অপচেষ্টা করে চলেছে। তারা ইতিহাস থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলতে চায়। কিন্তু যে নাম বাংলাদেশের পনের কোটি মানুষের হৃদয়ে খোদিত হয়ে আছে কারো পক্ষে সে নাম মুছে ফেলা সম্ভব নয়।
বক্তারা বলেন, আওয়ামী লীগ যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে ততবারই শহীদ জিয়া প্রতিষ্ঠিত গণতন্ত্রেকে নস্যাৎ করে বাকশালী স্বৈরতন্ত্র কায়েমের অপচেষ্টা চালিয়েছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিকেরা তাদের সে অপচেষ্টা প্রতিহত করে চলেছে।
অলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং দেশও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

 

প্রকাশ :জুন ৮, ২০১৭ ২:১৭ অপরাহ্ণ