১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

মাদকবিরোধী অভিযানে ৩৩জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। বুধবার সকাল ছয়টা বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী জানান, গ্রেফতাররা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৪১ পিস ইয়াবা, সাড়ে ১৬ কেজি গাঁজা, ১৪০ গ্রাম ও ৪১০ পুরিয়া হেরোইন, ৮ ক্যান বিয়ার, ১০ বোতল ও ৯০ লিটার ফেন্সিডিল এবং ২০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১:১৯ অপরাহ্ণ