অর্থনৈতিক ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংক লেনদেনের সময় পরিবর্তন হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ) ব্যাংক খোলা থাকবে। তবে ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। রোজার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।
গত রোববার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এতে বলা হয়েছে, হিজরি ১৪৪০ সনের পবিত্র রমজান মাসে দেশে কার্যরত সব ব্যাংকের কার্যক্রমে নতুন সূচি ঘোষণা করা হয় এবং এই নির্দেশনা দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

