ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার সকালে আগুন নেভাতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান এবং স্থানীয়রা জানায়, রাত পৌনে ৯টার দিকে দত্তপাড়ার কলাবাগান রোড এলাকার ঝুটের গুদামে আগুন লাগে। মূহুর্তেই আগুন আশপাশে থাকা অন্যান্য ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৪টি ও উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে আজ সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়েন্ত্রণে আনেন।
আগুনে সেন্টু হাওলাদার, দাউদ মিয়া, আবুল কালাম, আলাউদ্দিন, নূরুল ইসলাম, খলিলুর রহমান, সেলিম মিয়া, হারুন, সফিক, হাজী মোস্তফা ও আলমগীরসহ আরো কয়েকজনের মালিকানাধীন ঝুটের ২৯টি গুদাম ও গুদামের মালামাল পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে বলে জানান মো. আতিকুর রহমান।