২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৯

বাংলাদেশ সফরে আসছেন মাহাথির মোহাম্মদ

অনলাইন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফরে আসছেন। চলতি মাসে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মাহাথিরের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর তার বাংলাদেশ সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে সামনে রেখে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে।

মাহাথিরের সফরে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুর ওপর জোর দেবে ঢাকা। বাংলাদেশের জন্য মালয়েশিয়া গুরুত্বপূর্ণ শ্রমবাজার হলেও নানাবিধ অনিয়মের কারণে তা বাধাগ্রস্ত। এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য কাক্সিক্ষত মাত্রায় পৌঁছাতে পারেনি। রোহিঙ্গা সঙ্কট নিরসনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের প্রভাবশালী সদস্য মালয়েশিয়ার আরো সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ। অং সান সু চির উপস্থিতিতেই মাহাথির মোহাম্মদ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কঠোর সমালোচনা করেছেন।

প্রকাশ :মে ৭, ২০১৯ ১০:০১ পূর্বাহ্ণ