১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

বকেয়া বেতন দাবিতে যাত্রাবাড়ীর সড়কে শ্রমিক, যানজট

দেশজনতা অনলাইন : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পাটকল শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে শতাধিক পাটকলশ্রমিক সড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, আট সপ্তাহ ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।  যাত্রাবাড়ী মোড় অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় ঢুকতে পারছে না। ফলে সেখানে শত শত রাজধানীমুখী যান আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

সকাল ৮টা থেকে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুটমিলের শতাধিক শ্রমিক লাঠি হাতে নিয়ে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়েছেন। যাত্রাবাড়ী মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

লতিফ বাওয়ানী মিলের এক পাটকল শ্রমিক জানান, আট সপ্তাহ ধরে বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

করিম জুটমিলের আরেক শ্রমিক জানান, আজ প্রথম রোজা। দুই মাস ধরে বেতন পাচ্ছি না। ইফতার করব কীভাবে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ২০১৫ সালে ঘোষিত সরকারি মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে। বদলি শ্রমিকদের চাকরি স্থায়ী করতে হবে।

সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করে পুলিশ। তখন শ্রমিকরা ঢাকা-ডেমরা রোডে অবস্থান নেন।

প্রকাশ :মে ৭, ২০১৯ ১২:৪১ অপরাহ্ণ