১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

চট্টগ্রাম মেডিক্যালে আগুন

 চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে  একটি এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, এসির কমপ্রেসর থেকে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৯ ১২:৫৪ অপরাহ্ণ