১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

এরশাদের অফিস থেকে ৪৩ লাখ টাকা চুরি

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে দুর্ধর্ষ চুরি হয়েছে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঙ্গলবার ভোর রাতে কে বা কারা তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি করেছে। এ সময় তারা বিভিন্ন রুমের ড্রয়ার ভেঙে ফেলে।
সকালে চুরির বিষয়টি নিশ্চিত করেন হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
জানা গেছে, বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের রুমের ড্রয়ারের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। টাকার খোঁজে তারা পার্টির মহাসচিবের কক্ষ ও হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সহকারী অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তারের কক্ষের তালা ভেঙে তল্লাশি চালায়।

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৯ ১২:৪৬ অপরাহ্ণ