১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

দুই সন্তানকে বিষ খাইয়ে মায়েরও বিষপানে আত্মহত্যা

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যা করার আত্মহত্যা করেছেন মা নিজেও। সোমবার দিবাগত রাতে উপজেলার সড়ফবাটা ইউনিয়নের সিকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন- মো. নূরনবীর স্ত্রী ডেইজি আকতার, তার ছয় বছর বয়সী মেয়ে ইভা আকতার এবং ১০ মাস বয়সী শিশু ইসরাত নূর।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাতে দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মা নিজেও বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে। গুরুতর অবস্থায় তাদের চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহের জের ধরে দুই মেয়ের মুখে বিষ ঢেলে দেয়ার পর মা নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রয়েছে।

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৯ ১২:৩৪ অপরাহ্ণ