বিশ্বকাপের জন্য দুই রকমের জার্সি বানিয়েছে বিসিবি। একটি হচ্ছে সবুজ। সবুজ জার্সিতে লাল রঙের কোনো ছোঁয়া নেই। আরেকটি হচ্ছে লাল রঙের জার্সি। এই জার্সিতে হালকা সবুজ রঙ আছে। মূলত বেশিরভাগ ম্যাচেই সবুজ জার্সি পরে খেলবে টাইগাররা। যদি প্রতিপক্ষের জার্সির রঙের সাথে মিলে যায় তাহলে লাল রঙের জার্সি পরে খেলবেন মাশরাফিরা।
সোমবার জার্সি উন্মোচনের পরপরই সৃষ্টি হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। অনেকে বলছেন, সবুজ রঙের এই জার্সি পাকিস্তান ও আয়ারল্যান্ডের জার্সির সঙ্গে মিলে গিয়েছে। বিশেষ করে এই জার্সি লাল রঙের কোনো ছোঁয়া না থাকাতেই বেশি সমালোচনা হচ্ছে। কারণ, বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ।
এমন পরিস্থিতিতে জার্সি পরিবর্তনের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করবে বিসিবি। এমনটি জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘হুট করে তো আর জার্সি পরিবর্তন করা যায় না। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আমরা বিষয়টি আইসিসিকে জানাব। যেহেতু জার্সিতে লাল রঙ না থাকার বিষয়ে কথা হচ্ছে। আমরা পরিবর্তিত জার্সিতে লাল রঙ রাখার চেষ্টা করব।’
তিনি আরো বলেন, ‘সবুজ জার্সিতে আমরা লাল রঙ রাখতে চেয়েছিলাম। নাম ও জার্সি নম্বর লাল রঙের ছিল। কিন্তু আইসিসির নির্দেশে ওটা সরিয়ে দিতে হয়েছে।’