২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৪

নেইমার পেতে যাচ্ছেন স্পেনের নাগরিকত্ব

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়েই আন্তর্জাতিক ম্যাচ খেলবেন নেইমার। তবে ব্রাজিলের পাশাপাশি স্পেনের নাগরিকত্বও নিতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদনও করেছেন বার্সেলোনার এই তারকা ফুটবলার। সব কিছু ঠিক থাকলে, আগামী বছরের শুরুতেই স্পেনের নাগরিকত্ব পেতে যাচ্ছেন নেইমার।

স্প্যানিশ দৈনিক মার্কার খবর, কর সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হতেই নেইমারের এ সিদ্ধান্ত। যার সঙ্গে বার্সারও স্বার্থ জড়িয়ে আছে। লা লিগার নিয়ম অনুযায়ী কোনো দলে ইউরোপের বাইরে তিনজনের বেশি ফুটবলার খেলানো যাবে না। যেখানে বার্সায় এরই মধ্যে ইউরোপের বাইরে আর্জেন্টিনার মেসি ও মাসচেরানো, উরুগুয়ের সুয়ারেজ, ব্রাজিলের রাফিনহা ও মার্লন সান্তোস রয়েছেন বার্সার স্কোয়াডে।

সেখানে নেইমারকে দ্বৈত নাগরিকত্ব দেখাতে পারলে বার্সা এবং নেইমারকে কর দিতে হবে কম। স্প্যানিশ আইন অনুযায়ী কেউ যদি তিন বছর স্পেনে কাজের সূত্রে থাকতে পারেন তাহলে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। নেইমার কাতালান শহর বার্সায় তিন বছরের বেশি কাটিয়ে দিয়েছেন। তাই তার নাগরিকত্ব পেতে কোনো সমস্যা হবে না বলে ধরে নিয়েছে বার্সা কর্তৃপক্ষ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ