২২শে জানুয়ারি, ২০২৬ ইং | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৫৮

ঝিনাইদহে জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৭৪

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের ছয় উপজেলা থেকে এক জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলায় ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাতে জেলার ছয় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলা থেকে ২৯ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুণ্ডু থেকে ৮ জন, কালীগঞ্জ থেকে ৯ জন, কোটচাঁদপুর থেকে এক জামায়াতকর্মীসহ ৮ জন, মহেশপুর থেকে ১১ জন ও দুইজনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাস নাশকতাসহ বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১২:২২ অপরাহ্ণ