২১শে জানুয়ারি, ২০২৬ ইং | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

নতুন রূপে বদলে গেছেন প্রভাস

বিনোদন ডেস্ক :

স্বপ্নের নায়ক অমরেন্দ্র বাহুবলি প্রভাস হঠাৎই বদলে গেছেন। আমেরিকা থেকে ফিরেছেন কয়েকদিন মাত্র হলো। তারপর সোশাল মিডিয়ায় দুই দিন আগেই দেখা গেছে তাঁর ওজন কমিয়ে ফেলা ঝরঝরে চেহারা। তবে ওই প‌র্যন্ত বেশ ঠিকই ছিল। কিন্তু আজ ‌যা দেখা গেল তাতে আপনাদের প্রিয় নায়ককে চিনতে গেলেও হোঁচট খেতে হবে আপনাদের। একে বারে দাড়ি-গোঁফ কেটে ক্লিন শেভ চেহারা, ‌যাঁর সঙ্গে বাহুবলি প্রভাসের কোনো মিলই নেই। আপনারা ‌যাঁরা তাঁর ভক্ত তাঁরা আচমকা এই চেহারা দেখে চমকে ‌যাবেন বৈকি।

কেউ কেউ বলছেন প্রভাসের এই লুক হয়তো তাঁর আপকামিং ফিল্ম ‍’সাহো‍’র জন্য নয়। তবে সে ‌যাই হোক টানা ৫ বছর ধরে ‍’অমরেন্দ্র আর মহেন্দ্র বাহুবলি‍’ এই দুই চরিত্রের মধ্যে জীবন‌যাপন করার পর প্রভাসের এই নিউ লুক তাঁর ফ্যানের সোশাল সাইটে ঘোরা ফেরা করছে।  আমেরিকা থেকে ফিরেও প্রভাসকে আলিম হাকিমের ইনস্টাগ্রামে একটু অন্য চেহারাতেই দেখা গিয়েছিল। তবে সেই লুকে প্রভাসকে চিনতে এতটুকু অসুবিধা হয়নি। তবে এই লুক ‌যে একেবারেই আলাদা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১২:৩১ অপরাহ্ণ