অনলাইন ডেস্ক
মিসরের রাজধানী কায়রোর উত্তরের শহর বেলকিনার বাসিন্দা সাদ মোহাম্মদ তিন বছর ধরে ৭০০ মিটার (২২৯৬ ফুট) দীর্ঘ এক কাগজের রোলে পবিত্র কোরআন হাতে লিখেছেন। ছোটবেলায় স্কুল থেকে ঝরে পড়া সাদ মোহাম্মদ এ কঠিন কাজটি নৈপুণ্যের সঙ্গে করেছেন।
সাদ মোহাম্মদ এর আশা, এটি দীর্ঘতম হাতে লেখা কোরআন হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেবে। এটি রেকর্ড হওয়ার জন্য যথেষ্ট। তিন বছর ধরে নিজের পয়সায় এ কাজ করেছি। আমি সাধারণ এক লোক। আমার সহায়সম্পদ বলতে কিছুই নেই।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

