১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

রমজানের আগেই সাংগঠনিক কমিটি ঘোষণার নির্দেশ খালেদা জিয়ার

 নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাংগঠনিক ইউনিটের সব কমিটি আগামী রমজানের আগেই গঠনের নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আন্দোলনের জন্য প্রস্তুত করতে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি তিনি দায়িত্বপ্রাপ্ত নেতাদের তিনি লিখিত ও মৌখিকভাবে জানিয়েও দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এদিকে চেয়ারপারসনের নির্দেশনা পেয়ে কাজ শুরু করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। তবে এরই মধ্যে ঘোষিত বেশ কয়েকটি কমিটিতে বিদ্রোহ দেখা দিয়েছে। অন্যদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হয়তো সব কমিটি হবে না। কেননা এখনো ২৫  থেকে ৩০টি কমিটি বাকি রয়েছে।

প্রকাশ :মে ৬, ২০১৭ ১০:০৪ পূর্বাহ্ণ