২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০৪

ট্রাম্পের ফোনালাপ কাতারের আমীরের সাথে

আন্তর্জাতিক ডেস্ক:

বুধবার বিকেলে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনা করেন। তিনি কাতারের আমীরের সাথে বর্তমান সংকট নিয়ে কথা বলতে ইচ্ছুক বলে জানান। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবসহ উপসাগরীয় রাষ্ট্রসমূহের সাথে কাতারের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে কাতারের নেতার সাথে ফোনে কথা বলেন।মঙ্গলবার সন্ধ্যায় কিং সালমান বিন আব্দুল আজিজের সাথে ফোনালাপের পর ট্রাম্পের সাথে কাতারের আমীরের এ যোগাযোগের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর ঐক্য রক্ষার প্রয়োজনীয়তার প্রতি জোর দেয় হোয়াইট হাউস।

হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, কাতারের রাজপরিবারকে ট্রাম্প বলেন, সংযুক্ত উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) সন্ত্রাসবাদ ঘায়েল করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা উন্নত করার বিষয়ে কাজ করবে ।উল্লেখ্য জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে- কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান এবং কুয়েত ।

যদিও এর আগে এক টুইটার বার্তায় ট্রাম্প কাতারকে এক ঘরে রাখায় নিজের কৃতিত্ব দাবী করেন। এটি তাঁর সাম্প্রতিক রিয়াদ সফরের প্রভাবে ঘটেছে বলে জানান। এর একদিন পর তিনি মধ্যপ্রাচ্য সমস্যা নিরসনে কাতারের আমীরের সাথে ফোনালাপে নিজের অভিমত ব্যক্ত করলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ণ