নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির ভাষা আন্দোলনের অংশীদার ও প্রবীণ ভাষা সৈনিক আব্দুর রশিদ ফকির আর নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে শহরতলীর বিকনা এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ৪ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ঝালকাঠির এমপি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক আইনপ্রতিমন্ত্রী ব্যরিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যডো. খান সাইফুল্লাহ পনির, জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, ভাষা সৈনিক অধ্যাপক এসএম শাহজাহান, লাইলী বেগমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

