১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৪৬

জমি সংক্রান্ত বিরোধে ভাইকে খুন করল ভাই

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইল (৩০) হাতে তারই চাচাতো ভাই মো. কাউছার (২৫) খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে খাসকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. শৈবাল বসাক জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত আধাঘণ্টা আগে কাউসার মারা গেছেন। তার বুকে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে।  মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানায়, পূর্ব থেকেই জমির ভাগাভাগি নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়াবিবাদ চলে আসছিলো। বুধবার রাতে চাচাতো ভাই ইসমাইল ছুরি দিয়ে বুকের মধ্যে কুপিয়ে তাকে হত্যা করে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। ইসমাইল একই গ্রামের হেলাল উদ্দিন হালদারের ছেলে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১০:৫৯ পূর্বাহ্ণ