বিদেশ ডেস্ক
মালয়েশিয়ার সেপাংয়ে সড়ক দুঘটনায় ৬ বাংলাদেশিসহ অন্তত ১১ জন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপকক্ষে ৩৪ জন। স্থানীয় সময় রোববার রোববার দিবাগত রাত ১১টা ১৬ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এমএএস কার্গো কমপ্লেক্সের কাছে এ দুঘর্টনাটি ঘটে।
মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এ খবর দিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত বাংলাদেশিদের পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আহত ৩৪ জনের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালয়েশিয়ার পুলিশ প্রধান এসিপি জুলকিফলি জানান, রোববার রাত ১১টা ১৬ মিনিটে নিলাই থেকে এয়ারপোর্টগামী কর্মীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন বাংলাদেশিসহ ৯ জন কর্মী নিহত হয়। পরে সেরদাং হাসপাতালে চিকিৎসাধীন আরেক কর্মীর মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে বাসের চালক রয়েছেন। তিনি মালয়েশিয়ার নাগরিক হলেও বাসের যাত্রী হতাহত শ্রমিকেরা সবাই বিদেশি।
জানাগেছে বাসে মোট ৫৬ জন কর্মী ছিলো। ঘটনাস্থল স্থানীয় পুলিশ ঘিরে রেখেছে।
এদিকে বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে।