নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেখানে শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই জোটের প্রথম বৈঠক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শরিকদের মধ্যে টানাপোড়েন চলছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক নানা ইস্যু, খালেদা জিয়ার মুক্তিসহ বিশ দলীয় জোটের করণীয় সম্পর্কে বৈঠকে আলোচনা হবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

