১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:২০

গুলিস্তানে বাসচাপায় রিকশাচালক নিহত

দেশজনতা অনলােইন : রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী একটি বাসের চাপায় জাকির হোসেন (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে মহানগর নাট্যমঞ্চের সামনে যাত্রীবাহী জৈনপুর পরিবহনের বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই জাকির হোসেনের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যান।
ঢামেক ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে যাত্রীবাহী জৈনপুর পরিবহনের একটি বাস জাকির হোসেনের রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। জাকির হোসেনের মাথা বাসের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি ঢাকার নবাবগঞ্জ দিঘীরপাড়ে। তিনি  স্ত্রী ও চার সন্তান নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৯ ১:৪১ অপরাহ্ণ