২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩১

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশনে নেতা-কর্মীরা

দেশজনতা অনলাইন  : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে অনশনের বসেছেন দলের নেতা-কর্মীরা।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনশন শুরু করেন তারা। অনশন চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, আমিরুল ইসলাম খান আলিম, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত রয়েছেন।
এর আগে সকাল ১০টায় অনশন শুরু করার কথা থাকলেও শুর করতে পারেনি বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ তাদের মিলনায়তন ব্যবহার করতে অপারগতা প্রকাশ করে। ফলে অনশনে আসা নেতা-কর্মীরা বাইরে অবস্থান নেন।
পরে কর্তৃপক্ষের অনুমতির পর সকাল সাড়ে ১০টায় মিলনায়তনেই অনশন শুরু হয়। অনশনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর উপস্থিত হয়েছেন।

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৯ ১:৩৫ অপরাহ্ণ