চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চান্দগাঁওয়ে চাঁদা না পেয়ে আমজাদ হোসেন নামে যুবকের হাঁটুতে ড্রিল মেশিন চালিয়ে ছিদ্র করার মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে চান্দগাঁও থানার শমশের নগর এলাকা থেকে মামলার প্রধান আসামী মোহাম্মদ জালাল (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ড্রিল মেশিন চালিয়ে হাঁটু ছিদ্র করার এই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার পর পরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আবুল বশর জানান, চাঁদা না পেয়ে প্রকাশ্যে বাবার সামনেই আমজাদ হোসেনের পায়ে ড্রিল মেশিন চালিয়ে ছিদ্র করা হয়। এই ঘটনায় আমজাদের পিতা মোহাম্মদ আজিম বাদি হয়ে মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- জালাল, রাশেদ, নিশান, দিদার, মিল্লাত, হাসিব, বাপ্পী ও সুজন প্রকাশ ওরফে কালা সুজন। এছাড়া আরো অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করা হয়েছে। মামলার সকল আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।