১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

জাহাজ বিধ্বংসী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমি থেকে সাগরে জাহাজে আঘাত হানতে সক্ষম একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার ভোরে উত্তর কোরিয়ার উপসাগরীয় শহর উনসান থেকে স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব উপসাগরে নিক্ষেপ করা হয়।ভূমি থেকে নিক্ষেপের পর এটি ২০০ কিলোমিটার দূরে গিয়ে সাগরে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর বিবিসি ও আলজাজিরার।  জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে। এর মধ্যে বিগত কয়েক সপ্তাহ হলো দেশটি প্রত্যেক সপ্তাহেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এক বিবৃতিত দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়া জাহাজে আঘাত হানতে সক্ষম একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এগুলো সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি তারা।   জাপান সরকারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছে। দেশটির বার্তা সংস্থা কয়োদোকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিয়ো কিশিদা বলেছেন, ‘ক্ষেপণাস্ত্রগুলো আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে কিনা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। তবে আমরা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় করে এসব তথ্য বিচার-বিশ্লেষণ করছি এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি।’

গত ২৯ মে একই স্থান থেকে উত্তর কোরিয়া ৪৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম স্কাড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। এরপর গত ২ জুন জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর তাদের নিষেধাজ্ঞার পরিধি বাড়ায়। নতুন করে নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ার ১৪ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১০:১২ পূর্বাহ্ণ