১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৯

উরুগুয়েকে গুড়িয়ে দিল ৩-০ গোলে ইতালি

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালির সামনে কোন প্রতিরোধই গড়তে পারল না উরুগুয়ে। ৩-০ গোলে উরুগুয়েকে গুড়িয়ে দিয়েছে জামপিয়েরো ভেনতুরার দল।

বুধবার রাতে ফ্রান্সের নিসে ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে গোল খেয়ে বসে উরুগুয়ে। লরেঞ্জো ইনসিনিয়ের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়েছিলেন আন্দ্রেয়া বেলোত্তি। বল তার নিয়ন্ত্রণে ছিল না; কিন্তু সেটাই বিপদমুক্ত করতে গিয়ে জোরালো শটে নিজেদের জালে পাঠিয়ে দেন আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেস!৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে বদলি নামা মানোলো গাব্বিয়াদিনির ক্রসে গোলমুখ থেকে বল জালে ঠেলে দেন এদের। যোগ করা সময়ে সফল স্পটকিকে জয় নিশ্চিত করেন দে রস্সি। শুরুতে আত্মঘাতী গোল দেওয়া হিমেনেস ডি-বক্সে এল শারাউইকে ফাউল করলে পেনাল্টিটি পায় ইতালি।  ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী রবিবার লিচেটেনস্টাইনের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ইতালি। ১৩ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১০:০৭ পূর্বাহ্ণ