নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার খাসকররা মাঠে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিওরবিলা গ্রামের ওল্টু (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওল্টু ছিলেন এলাকার সন্ত্রাসী গ্যাং গ্রুপের নেতা।
জানা যায়, গোপন খবরে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ র্যাব আঞ্চলিক কার্যালয়ের একটি দল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রত্যন্ত পল্লী খাসকররা মাঠে অবস্থান নেয়। ওই সময় সন্ত্রাসী ওল্টু তার গ্যাং গ্রুপের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গোপন বৈঠক করছিলেন। এর কিছুক্ষণের মধ্যে চারদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী ওল্টু গ্যাং গ্রুপের সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির মধ্যে সন্ত্রাসী ওল্টু গ্যাংয়ের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও গ্যাং প্রধান ওল্টু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন।
পরে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ৩ রাউণ্ড গুলি, একাধিক গুলির খোসা ও একটি হাসুয়াসহ সন্ত্রাসী গ্যাং গ্রুপের প্রধান ওল্টুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। ওই রাতেই র্যাব সদস্যরা গুলিবিদ্ধ ওল্টকে আলমডাঙ্গার হারদীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত সোয়া দুইটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওল্টুকে মৃত ঘোষণা করেন।
দৈনিক দেশজনতা/এন এইচ