বলিউড সূত্রে খবর, সুইজারল্যান্ডের সেন্ট মার্টিজে রীতিমতো নতজানু হয়ে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রণবীর কাপুর। সঙ্গে সঙ্গে হাগ বাড়িয়ে দেন আলিয়া। এরপর রণবীর দেন বিলাসবহুল এক পার্টি। তবে এই ব্যাপারে মুখে কুলুপ এটে রয়েছেন রণবীর-আলিয়া দুজনেই।
গত বছরের মাঝামাঝি থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা ঋষি কাপুরের ছেলে ও প্রযোজক মহেশ ভাটের মেয়ে। তাদের মন দেয়া-নেয়া হয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে। শুরুতে এই সম্পর্কের কথা না স্বীকার না করলেও কয়েক মাস প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা জাহির করছেন রণবীর-আলিয়া।
সম্প্রতি ৬৪তম ফিল্মফেয়ারে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জেতেন জনপ্রিয় এই লাভবার্ড জুটি। সেখানে একসঙ্গে মঞ্চে ওঠেন তারা এবং উপস্থিত সবার সামনে একে-অপরকে চুমো খান। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় রণবীর-আলিয়ার সেই চুমোর ভিডিও।
মাস দুয়েক আগে আবার গুঞ্জন উঠেছিল, ভেঙে যাচ্ছে আলিয়া-রণবীরের সম্পর্ক। সেই গুঞ্জনকে উড়িয়ে রণবীরের বাড়ির কাছে আলিশান এক ফ্ল্যাট কেনেন আলিয়া। যাতে সর্বক্ষণ তিনি প্রেমিকের প্রতিবেশী হয়ে থাকতে পারেন। এবার গুঞ্জন উঠেছে তাদের আংটি বাদলের। সামনে অপেক্ষা বিয়ের।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

