১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

পাকাপাকিভাবেই ইউনাইটেডের দায়িত্ব পেলেন সোলশায়ার

খেলা ডেস্ক

ঘোষণাটা এক অর্থে ছিল সময়ের ব্যাপার, না এলে হতো মহা বিস্ময়কর। বরং সেটি দেরিতে এলো কি না, সেই প্রশ্নও উঠতে পারে। ওলে গানার সোলশায়ারকে পরের মৌসুমে ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে দেখা না গেলে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরাই বিদ্রোহ করে ফেলতে পারতেন। সেটা করতে হচ্ছে না, পাকাপাকিভাবেই ম্যানেজারের দায়িত্ব পেলেন ওজিএস। আপাতত চুক্তিটা তিন বছরের বলে জানিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ।

হোসে মরিনহো চলে যাওয়ার পর গত ১৯ ডিসেম্বর দায়িত্ব নিয়েছিলেন আপৎকালীন ম্যানেজার হিসেবে। প্রথম আট ম্যাচেই জয় পেয়ে রেকর্ড গড়ে ফেলেছিলেন, এ পর্যন্ত ১৯ ম্যাচ খেলে তাঁর অধীনে ইউনাইটেড জয় পেয়েছে ১৪টিতে, আর ড্র করেছে দুইটিতে, তিনটিতে হেরেছে। সোলশায়ার আসার পর লিগে ইউনাইটেডের চেয়ে বেশি পয়েন্ট পায়নি কেউই।

দায়িত্ব পাওয়ার পর সোলশায়ার তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন পাকাপাকিভাবে ম্যানেজার হয়ে তিনি দারুণ রোমাঞ্চিত। গত কয়েক মাসে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে তাঁর, এবং দীর্ঘ মেয়াদের দায়িত্বটি পালন করার জন্য মুখিয়ে ছিলেন।

প্রকাশ :মার্চ ২৯, ২০১৯ ৯:৪৯ পূর্বাহ্ণ