১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

ইসলাম গ্রহণ করলেন নিউজিল্যান্ডের এক রাগবি খেলোয়াড়

বিদেশ ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সমপ্রতি দু’টি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন জুমার নামাজ আদায় করতে যাওয়া ৫০ জন মুসলমান। নৃশংস এ হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা বিশ্ব। সেই ঘটনার আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অল্পের জন্য সেই হামলা থেকে রক্ষা পান। এরপর থেকেই নিউজিল্যান্ডের সাধারণ মানুষ, ক্রীড়াঙ্গনের তারকা ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঘটনার নিন্দা জানাতে থাকে সবাই। নির্মম এই হামলা হৃদয় ছুঁয়ে যায় নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসির। শুধু স্পর্শ করে যাওয়াই নয়, ঘটনার পর ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। অবশেষে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি।

বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমন খবর জানানো হয়েছে। ক্রাইস্টচার্চের হামলার আগে থেকেই ইসলাম নিয়ে আগ্রহ ছিল তুঙ্গাফাসির। ক্রাইস্টচার্চ ঘটনায় সেই আগ্রহ তুমুল বেড়ে যায়। ওই হামলায় হতাহতদের দেখতে হাসপাতালে গিয়ে মূলত ইসলাম ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েন তিনি। পরে ধর্মান্তরিত হতে আর বেশি সময় নেননি। শুধু তুঙ্গাফাসিরই নন, তাঁর সতীর্থ সনি বিল উইলিয়ামসের মা লি উইলিয়ামসও একই সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে দারুণ উচ্ছ্বসিত তু্‌ঙ্গাফাসির। কিউই এ রাগবি খেলোয়াড় বলেন, ‘আহত মুসলিম ভাইদের হাসপাতালে দেখার অভিজ্ঞতা অন্যরকম ছিল। আমি তাদের থেকে অনুপ্রাণিত হয়েছি। আমি মুহম্মদ (সা:) ও আল্লাহ্‌কে বিশ্বাস করেছি।’

প্রকাশ :মার্চ ২৯, ২০১৯ ৯:৫১ পূর্বাহ্ণ