১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

আর্জেন্টিনাকে বিদায় বললেন হিগুয়াইন

খেলা ডেস্ক

আন্তজার্তিক ফুটবলকে বিদায় বলেছেন আর্জেন্টিনা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। রাশিয়া বিশ্বকাপের পর থেকেই আর আর্জেন্টিনার জার্সি গায়ে চড়ানো হয়নি তার। ৩১ বছর বয়সী আর্জেন্টাইন ক্লাব ফুটবলে সময় দেওয়ার জন্য জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন।

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হিগুয়াইন বলেছেন, “অনেক চিন্তা ভাবনার পর দেখলাম আমার সময় আসলে শেষ। আমি পরিবারকে সময় দিতে চাই, জীবন উপভোগ করতে চাই। এই সিদ্ধান্তে হয়ত অনেকেই খুশি হবে, আবার সবার একরকম নাও লাগতে পারে, তবে আমার সময়টা আসলে ফুরিয়ে এসেছে।”

“আমি দলে আছি কি নেই, সেটা নিয়ে এখন আর আপনাদের চিন্তা না করলেও চলবে” – বিদায়বেলায় আক্ষেপের সুরেই বলেছেন এল পিপিতা।

আক্ষেপটা হিগুয়াইন করতেই পারেন। ক্লাবের হয়ে যত সফল সময় কাটিয়েছেন, জাতীয় দলের হয়ে পার করেছেন তার উলটোটা। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপ ফাইনাল ও ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে দুইটি গোল মিস করে নিজ দেশেই বিদ্রুপের শিকার হয়েছিলেন হিগুয়াইন। ওই দুই ফাইনালে আর্জেন্টিনার হারের জন্য অনেকেই দায়ী করেন তাকে।

২০০৯ সালে আর্জেন্টিনার জার্সিতে শুরু হয় হিগুয়াইনের পথচলা। ফ্রান্সের জাতীয় দলের হয়েও খেলতে পারতেন তখন। দুই দেশই প্রস্তাব দিয়েছিল। শেষে আর্জেন্টিনাকেই বেছে নেন হিগুয়াইন। প্রথম ম্যাচেই পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ধুঁকতে থাকা ডিয়েগো ম্যারাডোনার দলকে উদ্ধার করেছিলেন গোল করে। হিগুয়াইনের সবশেষ আন্তজার্তিক গোলও এই পেরুর বিপক্ষেই। ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচের পর আর আর্জেন্টিনার হয়ে গোল করা হয়নি হিগুয়াইনের। সবমিলিয়ে ৭৫ ম্যাচে করেছেন ৩১ গোল। খেলেছেন ৩ টি বিশ্বকাপ ও ৩টি কোপা আমেরিকা। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবশেষ হ্যাটট্রিকের রেকর্ডটাও হিগুয়াইনেরই।

প্রকাশ :মার্চ ২৯, ২০১৯ ৯:৪৭ পূর্বাহ্ণ