১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩১

চট্টগ্রামে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৮

 চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী চেয়ারকোচের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছে।

বুধবার রাত সোয়া ১টার দিকে চুনতি জাইল্যার টেক এলাকায় রিল্যাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই হাইয়েস মাইক্রোবাসের যাত্রী। এছাড়া রিল্যাক্স পরিবহনের আরো ২০ যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাইনুদ্দিন চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে। নারী ও শিশুসহ আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করেছে। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাইক্রোবাসের তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় চকরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশ :মার্চ ২৮, ২০১৯ ১:০৬ অপরাহ্ণ