দেশজনতা অনলাইন : বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রামপুরায় লুমান ও লুফা নামের পোশাক কারখানার শ্রমিকরা অবস্থান নেন। এতে রামপুরার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের রমনা জোনের এসি মাজহারুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা তাদের দাবি-দাওয়ার জন্য আগেই অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছে। এখন সড়কে নেমেছে। কিন্তু তাতে তো সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। আমরা তাদেরকে বলেছি, মানুষকে কষ্ট না দিয়ে সড়ক থেকে উঠে গিয়ে বিজিএমইএর কাছে দাবি জানান।’