নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া মাওলানা সাদ কান্ধলভী পন্থীদের বিশ্ব ইজতেমায় গতকাল রোববার মধ্যরাতে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম ইসমাইল হোসেন (৭০)। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুরা এলাকায়।
বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের সদস্য মো. সাইদুর রহমান বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসমাইল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে বাদ ফজর ইজতেমা ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং তাঁর লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়।